পলাশ ফুলের আগুন তোমার জন্য

 

 পলাশ ফুলের আগুন তোমার জন্য

ফাল্গুনের বাতাসে যখন প্রেমের উষ্ণতা মিশে যায়, 

তখনই বন জ্বলে ওঠে পলাশের আগুনে।

 তুমি কি জানো, এই আগুন শুধু প্রকৃতির নয়, আমার হৃদয়েরও?

তোমার চোখের গভীরতায় আমি যে অনন্ত বসন্তের স্বপ্ন দেখি, 

সেখানে রঙ মিশিয়ে দেয় লাল পলাশ। 

তোমার হাসির উজ্জ্বলতা ছড়িয়ে পড়ে ফাগুনের আকাশে, সূর্যাস্তের মতো লালচে আলো হয়ে।

 আমি পথ হাঁটি তোমার স্পর্শের অপেক্ষায়, 

পলাশের বন জুড়ে, যেখানে বাতাসের প্রতিটি শিহরণ তোমার উপস্থিতির ইঙ্গিত দেয়।

তুমি কি অনুভব করো, আমার মনের ভেতর একটা নিরব দাবানল জ্বলছে? 

যা শুধু তোমার এক ফোঁটা ভালোবাসার বৃষ্টিতেই শান্ত হতে পারে? 

পলাশ যেমন ফাল্গুন এলে নিজেকে উৎসর্গ করে আগুনের রঙে, 

আমিও তেমনি তোমার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিতে চাই, নিঃশেষ হতে চাই তোমার স্পর্শে।

তুমি এলে আমার বসন্ত পলাশ হয়ে ফোটে, তুমি গেলে আমার হৃদয় নিঃসঙ্গ শিমুলের মতো ঝরে পড়ে। 

আসবে তো আবার? আমার হৃদয়ের আগুনে নতুন বসন্ত হয়ে? 

পলাশ ফুলের মতো রঙ ছড়াবে তো ভালোবাসার প্রতিটি শাখায়? 

আমি অপেক্ষায় আছি… তোমার জন্য, শুধু তোমার জন্য!

কলমে : ধার্মিক


Discover more from DHARMIK (ধার্মিক)

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

3 thoughts on “পলাশ ফুলের আগুন তোমার জন্য”

Scroll to Top

Discover more from DHARMIK (ধার্মিক)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading