।। তুমি কি আমার হবে?।।

 ।। তুমি কি আমার হবে?।।

তুমি কি আমার একাকিত্বের সঙ্গী হবে? যখন রাত গভীর হবে, নক্ষত্ররা নিঃশব্দে আমার জানালার পাশে বসে থাকবে, তখন তুমি কি আমার পাশে থাকবে? নিঃশব্দে, মৃদু হাসিতে, আমার একাকিত্বের মধ্যে আলো হয়ে?

তুমি কি আমার জ্যোৎস্না রাতের গল্প হবে? সেই নরম, সাদা আলোয় যখন পৃথিবী আবছা হয়ে আসে, তখন তুমি কি আমার হৃদয়ের গভীর অনুভূতিগুলো শুনবে? আমার স্বপ্নগুলো কি তোমার কাছে নিরাপদ আশ্রয় পাবে?

তুমি কি আমার প্রিয় হবে? যার নাম উচ্চারণ করলেই আমার ভেতরটা কেঁপে উঠবে এক মিষ্টি কম্পনে? যার চোখের এক চিলতে ভালোবাসাই আমার সমস্ত ক্লান্তি মুছে দেবে?

ভালোবাসায় জড়িয়ে নেবে? ঠিক সেইভাবে, যেভাবে সন্ধ্যার আকাশ ভালোবেসে সূর্যকে লাল রঙে মুড়ে দেয়? আমি তোমার উষ্ণতার মধ্যে হারিয়ে যাব, তুমি কি আমাকে অনুভব করতে পারবে?

তুমি কি আমার ব্যক্তিগত মানুষ হবে? যে আমাকে বোঝে, আমার খুনসুটি, অভিমান, আনন্দ—সবটুকুকে আপন করে নেয়? যার কাছে আমি একান্তই আমার মতো থাকতে পারি, যে আমাকে বদলাতে চায় না, বরং আমাকে আরও গভীরভাবে ভালোবাসতে শেখায়?

তোমার সব অধিকার আমায় দেবে? তোমার হাত, তোমার হৃদয়, তোমার সমস্ত অনুভূতির একমাত্র দাবিদার কি আমাকেই করবে? যদি আমি তোমার হই, তুমি কি আমার হবে?

কলমে : ধার্মিক


Discover more from DHARMIK (ধার্মিক)

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top

Discover more from DHARMIK (ধার্মিক)

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading