সময়ের দুঃসময়
সময়ের দুঃসময় চলছে।
প্রতিটি সকাল এক নতুন ক্লান্তি বয়ে আনে, প্রতিটি রাত এক শূন্যতার অতল গভীরে হারিয়ে যায়।
শহর ঘুম ভাঙে স্বপ্নভঙ্গের শব্দে, ইট, কাঠ, কংক্রিটের ভিড়ে আটকে থাকে মানুষ,
আর তাদের মনের ভেতর জমে ওঠে বেঁচে থাকার যন্ত্রণা।
আলো-অন্ধকারের মাঝখানে দোদুল্যমান দিন।
একদিকে রোদ ঝলমলে সম্ভাবনা, অন্যদিকে দীর্ঘতর ছায়ার বিষাদ।
মানুষ ছুটে চলে রুটিনের গোলকধাঁধায়, কেউ কাজের সন্ধানে, কেউবা আশার শেষ সীমানায় দাঁড়িয়ে একফোঁটা আলো খোঁজে।
কিন্তু প্রতিবারই হারিয়ে যায় শহরের ব্যস্ততার ভেতর, হারিয়ে যায় শব্দহীন হাহাকারের গহ্বরে।
স্বপ্নগুলো ভাঙতে ভাঙতে একসময় কাঁচের টুকরোর মতো ছড়িয়ে পড়ে, আর বাস্তবতা তাদের বিদ্ধ করে নির্মম শৈলীতে।
কেউ রাতের বুকে কান পেতে শোনে চাপা কান্নার ধ্বনি, কেউ আবার মুখে হাসি এঁকে নিয়ে সামনে এগিয়ে যায়, জানে না শেষ কোথায়।
তবুও, অন্ধকার যতই দীর্ঘ হোক, একদিন সূর্য উঠবেই—এই আশায় মানুষ বেঁচে থাকে।
হয়তো আগামীকাল, হয়তো অনেকদিন পর, সময় আবার আলো বয়ে আনবে, স্বপ্ন নতুন করে গড়বে।
কিন্তু আজ, এখনো সময়ের দুঃসময় চলছে।
কলমে : ধার্মিক
Discover more from DHARMIK (ধার্মিক)
Subscribe to get the latest posts sent to your email.