আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত,
কিন্তু নিশ্চিত মৃত্যু নিয়ে ততটা ভাবি না।
যেন ভবিষ্যৎই আমাদের জীবনের একমাত্র সমস্যা,
আর মৃত্যু?
সে তো দূরের কোনো এক অন্ধকার গলি,
যার পথচলা এখনো শুরু হয়নি।
আমরা প্রতিদিন হিসাব কষে চলি,
কত টাকা জমলো, কতটা প্রাপ্তি হলো,
সাফল্যের সিঁড়িতে কতদূর উঠতে পারলাম—
কিন্তু একবারও ভাবি না,
যে সিঁড়ির শেষ ধাপে একদিন থেমে যেতে হবে।
ভবিষ্যতের চিন্তায় আমরা রাতজাগা ক্লান্ত পথিক,
অস্থিরতায় বুক ধড়ফড় করে,
আগামীকাল কি হবে?
পরের মাসের বিল?
কর্মজীবনের অনিশ্চয়তা?
স্বপ্নগুলো কি পূরণ হবে?
কিন্তু মৃত্যু?
সে তো এক নিশ্চিত ডাক,
যার সময় লেখা নেই ক্যালেন্ডারের পাতায়,
যে কড়াঘাত দেয় নিঃশব্দে,
যখন আমরা ব্যস্ত থাকি আগামী দিনের পরিকল্পনায়।
আমরা শিখেছি কীভাবে টাকা উপার্জন করতে হয়,
কিন্তু ভুলে গেছি কীভাবে সময় উপভোগ করতে হয়।
আমরা ভবিষ্যতের চিন্তায় এতটাই নিমজ্জিত,
যে বর্তমানে বেঁচে থাকার শিল্পটাই ভুলে গেছি।
মৃত্যু নিশ্চিত,
তবুও আমরা তাকে দূরে সরিয়ে রাখি,
মনে করি, এখনো সময় আছে,
এখনো অনেক কিছু করার বাকি।
কিন্তু একদিন,
যখন সে দরজায় কড়া নাড়ে,
তখন বুঝতে পারি,
অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা উদ্বিগ্ন ছিলাম,
তার চেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত ছিল
এই নিশ্চিত বিদায়কে।
তবু আমরা ভাববো না,
আজও ব্যস্ত থাকবো,
ভবিষ্যতের ছায়ার পেছনে দৌড়াবো,
এবং ভুলে যাবো,
যে প্রতিটি শ্বাসের সাথে মৃত্যুও এক ধাপ এগিয়ে আসে।
কলমে : ধার্মিক
Discover more from DHARMIK (ধার্মিক)
Subscribe to get the latest posts sent to your email.