কারোর আসার কথা ছিল না
কারোর আসার কথা ছিল না,
কেউ আসেনি, তবু দরজার ওপাশে শুনি
অকারণ হাওয়ার শব্দ,
একটা অচেনা পদচিহ্নের প্রতিধ্বনি।
বাতাসে কার যেন গন্ধ ভাসে,
অপরিচিত অথচ চেনা,
যেন অনেক দিন আগের এক বিকেলের রোদ্দুর,
যা ফেলে এসেছি কোনো ভুল ঠিকানায়।
কেউ ডাকেনি, কেউ জানতেও চায়নি,
তবু জানালার শার্সিতে চাঁদের আলো
একটা দীর্ঘশ্বাস ফেলে রেখে যায়।
একটা ছেঁড়া স্বপ্নের মতো
মন উদাস হয়ে থাকে
অকারণ, অগোছালো।
শূন্য ঘরে ধুলো জমেছে,
পুরোনো বইয়ের পাতায়
একটা চাপা গল্প লুকিয়ে আছে,
যার কোনো পাঠক নেই,
যার কোনো সমাপ্তি লেখা হয়নি।
কারোর আসার কথা ছিল না,
তবু মনে হয়, কেউ আসেনি বলেই
মন খারাপ হয়ে থাকে।
একা থাকা ঠিক ছিল,
তবু একাকিত্ব কেন এভাবে দংশন করে?
বৃষ্টির ফোঁটায় একটা পুরোনো সুর বাজে,
কিন্তু কারো কণ্ঠ শোনা যায় না,
শুধু নিঃশব্দ প্রতীক্ষা,
শুধু এক চিলতে অভিমান।
কলমে :ধার্মিক
Discover more from DHARMIK (ধার্মিক)
Subscribe to get the latest posts sent to your email.